ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আনিসুল হককে হত্যার হুমকি : আটক ১

প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৩ আগস্ট ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগে মো. নাহিদ হ্যাপি (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার দুপুরে তাকে কারওয়ান বাজারের এফডিসির ফটকের সামনে থেকে গ্রেফতার করা হয়।

এর আগে ১৪ জুলাই মেয়র আনিসুল হককে ব্যক্তিগত মোবাইল নম্বারে ফোন দিয়ে ইমাম মোহাকি বলে পরিচয় দিয়ে হত্যার হুমকি দেয়া হয়। এর প্রেক্ষিতে সোমবার পুলিশের গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আনিসুল হক। তার জিডি নং. ১২৫।

এর ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি দল সোমবার বিকেল সাড়ে ৪টায় তেজগাঁও শিল্পাঞ্চল এফডিসি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

হ্যাপি গাবতলীর বাগবাড়ি উত্তরপাড়ার ১৬৭ এর ক নং বাড়িতে থাকেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১২১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাপি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করে তাদের মোবাইলে হুমকি প্রদান এবং চাঁদাদাবি করার কথা স্বীকার করেছে। চাঁদার টাকা বিকাশের মাধ্যমে আদায় করে।

র‍্যাবের দাবি, হ্যাপি একজন মাদকাসক্ত ব্যক্তি এবং তার এই মাদকের চাহিদা পূরণের লক্ষেই এ জাতীয় অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন।

এআর/একে/এমআরআই