ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিডিউলভুক্ত ফ্লাইট ছাড়া সৌদিতে অতিরিক্ত স্লট পাওয়া যাবে না

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২১ জুন ২০১৮

চলতি বছর হজযাত্রী পরিবহনে শিডিউলভুক্ত ফ্লাইট ছাড়া সৌদি আরবে অতিরিক্ত স্লট বরাদ্দ পাওয়া যাবে না। বৃহস্পতিবার (২১ জুন) ধর্ম মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও সৌদি এয়ারলাইন্স কর্তৃক ঘোষিত ২০১৮ সালের হজ ফ্লাইট শিডিউল অনুযায়ী যেসব এজেন্সি এখনও হজ যাত্রীদের অনুকূলে বিমান টিকেট ক্রয় করে ভিসা নিতে পাসপোর্ট জমা করেনি, তাদের অনতিবিলম্বে উল্লেখিত কার্য়ক্রম শেষ করে নিশ্চিত হতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, এ বছর নির্ধারিত শিডিউলভুক্ত ফ্লাইটে হজযাত্রী পরিবহনে ব্যর্থ হলে সৌদি আরবে কোনো অবস্থাতেই অতিরিক্ত স্লট বরাদ্দ পাওয়া যাবে না। ফলে হজ এজেন্সির গাফিলতির কারণে কেউ হজে যেতে ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে। এ ছাড়া ওই এজেন্সির বিরুদ্ধে পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এমইউ/এএইচ/জেআইএম

আরও পড়ুন