ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সেপ্টেম্বরের মধ্যেই স্মার্ট কার্ড তৈরি করবে ইসি

প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৩ আগস্ট ২০১৫

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, আসন্ন সেপ্টেম্বরের মধ্যেই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড তৈরির কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মেশিন বসানোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ইসি সচিবালয়ের নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শাহনেওয়াজ বলেন, দেশের সব নাগরিককে স্মার্ট কার্ড দেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে মেশিন বসানোর কাজ চলছে। আশা করি এ মাসের শেষেই অথবা আগামী মাসের শুরুতে স্মার্টকার্ড তৈরি করা যাবে।

তবে কখন কিভাবে কাদের মাধ্যমে এ কার্ড বিতরণ করা হবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলেও জানান তিনি। কমিশনার বলেন, আগে তৈরি শেষ হোক পরে কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া বাংলাদেশের অংশ হওয়া ১১১ টি ছিটমহলের সীমানা নির্ধারণ করা হলেই সেখানকার বাসিন্দাদের ভোটার করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।  
 
এইচএস/এসএইচএস/পিআর