৯৯৯-এ গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, আটক ৩
১২ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার একটি বাসা থেকে তিনজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে নির্যাতনের বিষয়ে জানতে পেরে এ ব্যবস্থা নেয়া হয়।
বুধবার রাতে ইস্কাটনের ১২/এ বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে বাড়ির গৃহকর্তা এখনো পলাতক রয়েছেন।
নির্যাতিত শিশু গৃহকর্মীর নাম জাহিদুল ইসলাম শাওন। তার বয়স ১২ বছর। সে ওই বাসায় ৭ মাস ধরে কাজ করছিল।
যাদের আটক করা হয়েছে তারা হলেন- ইকবাল (গৃহকর্তার শ্যালক), তার স্ত্রী তামান্না খান ও তানজিলুর রহমান (ইকবালের ভাগ্নে ও গৃহকর্তার ছেলে)।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জাগোনিউজকে বলেন, ‘এলাকার একজন বাসিন্দা ৯৯৯-এ ফোন করে নির্যাতনের কথা জানালে শাওনকে উদ্ধার করা হয়। শাওনের হাত-পা, পিঠ, পায়ের তলায় ভোতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সে বর্তমানে রমনা থানার হেফাজতে রয়েছে। মামলা দায়েরের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হবে।’
এআর/এনএফ/এমএস