হজযাত্রীর পাসপোর্টে মক্কা-মদিনার বাসার ঠিকানা বাধ্যতামূলক
চলতি বছর হজযাত্রীর পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানার স্টিকার সংযোজন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। কোন অবস্থাতেই পাসপোর্টে মক্কা ও মদিনার বাড়ির ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজন ছাড়া হজযাত্রী পাঠানো যাবে না।
বুধবার রাজধানীর আশকোনা হজ অফিস, ঢাকার পরিচালক ডা. সাইফুল ইসলাম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে সকল হজ এজেন্সিকে হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজনপূর্বক ভিসার জন্য পাসপোর্ট হজ অফিস, ঢাকায় জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
হজযাত্রীদের ভিসা অনুমোদন হওয়ার পর ই-হজ সিস্টেম থেকে স্টিকার প্রিন্ট নেয়া যাবে। হজ অফিস, ঢাকার পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, সৌদি আরবের জেদ্দার কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান ১৯ জুন চিঠিতে আসন্ন হজে গমনেচ্ছু হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার লাগানো বাধ্যতামূলক করার বিষয়টি অবহিত করেন।
এমইউ/এমআরএম