ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাপ্তান বাজারের দোকান বরাদ্দে লটারির ড্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২০ জুন ২০১৮

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)'র কাপ্তান বাজার মার্কেটের ১০৮টি দোকান লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার নগরভবনের ব্যাংক ফ্লোরে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল। এ সময় ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলীসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী বিল্লাল বলেন, এই মার্কেটটি একটি ভালো ব্যবসায়িক জায়গা। যারা লটারির মাধ্যমে বরাদ্দ পাচ্ছেন, তারা খুব ভাগ্যবান। কেননা এই জায়গায় নিজে ব্যবসা কিংবা ভাড়া দেয়া, দুটোই লাভজনক হবে। আগে বিভিন্ন রকম কথা শোনা যেত। কিন্তু এখন সে সুযোগ নেই। কারণ লটারি প্রকাশ্যে হচ্ছে।

জানা গেছে, দোকানগুলোর মধ্যে ৩৯টি ছিল সংরক্ষিত। বাকিগুলো সর্বসাধারণের জন্য। এই মার্কেটের ৩০৯টি দোকান লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হবে। বাকি ২০১টি দোকানের লটারির ড্র আগামীকাল অনুষ্ঠিত হবে। দোকানগুলোর জন্য প্রায় ২৩০০টি আবেদন পড়েছিল।

এএস/জেএইচ/এমএস

আরও পড়ুন