ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেপরোয়া গতিতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২০ পিএম, ১৯ জুন ২০১৮

রাজধানীর রমনা থানাধীন মিন্টো রোডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ফারুক হোসেনের বাসা রাজধানীর ওয়ারীতে। ঈদ উপলক্ষে তিনি ঘুরতে বের হয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ জুন) ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফারুক হোসেন (৩৪)।  মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, রাজধানীর ওয়ারীর বাসা থেকে মোটরসাইকেল নিয়ে ফারুক হোসেন ঘুরতে বের হন। মিন্টো রোড দিয়ে যাবার সময় সুগন্ধা ক্রসিংয়ের কাছে একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

‘মোটরসাইকেলের গতি খুব বেশি ছিল। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলের ধাক্কায় রিকশাটি দুভাগ হয়ে যায়। রিকশাচালকও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পরিবার সূত্রে জানা যায়, নিহত ফারুক ওয়ারীতে মুদি দোকানের ব্যবসা করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। তিনি এক সন্তানের জনক।

জেইউ/এমএআর/জেআইএম

আরও পড়ুন