বৃষ্টিতে ভিজেই মধ্যরাতে কেনাকাটার ধুম
‘আরে ভাই, সেলফি তোলার আর সময় পাইলেন না, বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছি, দাঁড়াইয়া থাকলে মানুষের ধাক্কায় ব্রিজের এই মাথা থেকে ওই মাথা পার। আর আপনে মোবাইল উঁচা কইরা ধইরা ছবি তোলেন, তাড়াতাড়ি সামনে বাড়েন।’
শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় নিউমার্কেট ওভারব্রিজের ওপরে শতশত মানুষের ভিড়ের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে দেখে এ প্রতিবেদককে এক যুবক এ কথা বলেন। রাত সাড়ে ১১টার পর ঝড়ো হাওয়া বইতে থাকে। ১২টার পর থেকে দফায় দফায় মৃদু থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে থাকে। দোকানদাররা বৃষ্টি দেখে হতাশ হলেও বৃষ্টি কিন্তু বেচাকেনায় বাগড়া দিতে পারেনি।
সরেজমিনে নিউমার্কেট, হকার্স মার্কেট ও এলিফ্যান্ট রোড ঘুরে দেখা গেছে, মধ্যরাতে প্রতিটি দোকানের সামনে উপচেপড়া ভিড়। পাঞ্জাবি, সালোয়ার, কামিজ, শাড়ি, জুতা ও কসমেটিকসের দোকানে ক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটা করতে দেখা যায়। গভীর রাতে ফাস্টফুডের দোকানগুলোতে ভিড় ছিল লক্ষ্য করার মতো।
প্রথমে যখন বৃষ্টি শুরু হয় তখন দোকানিদের অনেকেই বিশেষ করে দোকানের সামনে যেসব হকার দোকান বসিয়ে বেচাকেনা করছিলেন তারা হতাশ হয়ে পলিথিন দিয়ে দোকান ঢেকে রাখায় ব্যস্ত ছিলেন।
কয়েকজন দোকানি জানান, মার্কেটে প্রচুর কাস্টমার। বেচাকেনা মাত্র শুরু হইছিল। বৃষ্টি আইসা বেচাকেনা শেষ কইরা দিছে। কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টির মাঝেই ক্রেতারা দোকানে ভিড় জমালে তার মুখে হাসির রেখা ফুটে উঠে।
লালবাগের বাসিন্দা আলতাফ হোসেন সস্ত্রীক অ্যাপেক্সের জুতা কিনতে এসেছিলেন। দোকানি অনেক খুঁজেও সাইজ মেলাতে পারছিল না। এ সময় আলতাফ হোসেনকে লক্ষ্য করে দোকানি বলেন, আপনাদের মধ্যে যাদের পায়ে বড় সাইজের জুতা লাগে তারা ২০ রোজার আগে আইলে ঠিক মাপমতো জুতা পাইবেন। শেষ মুহূর্তে জুতার সাইজ মেলানো কঠিন।
নোয়াখালীর চৌমহনীর বাসিন্দা ফাস্টফুডের দোকানের ম্যানেজার আজগর আলী জানান, চাঁদরাতে রাত ৩টা পর্যন্ত বেচাকেনা চলে। চৌমুহনী যাওয়ার জন্য আগে থেকেই বাস রিজার্ভ করে রাখা হয়। এরপর তারা দোকান বন্ধ করে বাসে করে বাড়ি গিয়ে নামাজ পড়েন।
এমইউ/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ