ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ভুয়া শ্রম পরিদর্শক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৪ জুন ২০১৮

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে মো. শামিম (৩৫) নামে এক ভুয়া শ্রম পরিদর্শককে গ্রেফতার করেছে পুলিশ। মিথ্যা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি অভিযোগে ২৩৫/৩ এলিফ্যান্ট রোডস্থ মেসার্স ভোজ্য তেল কোম্পানির দোকান থেকে বুধবার তাকে গ্রেফতার করা হয়।

নিউ মার্কেট থানার প্রাথমিক তথ্য বিবরণী এবং দায়ের করা এজাহার অনুযায়ী, বিবাদী (০১) শামীম এবং (০২) মো. অমিত ইমাম ওরফে আসিফ (৩৩) বুধবার বিকেল পৌনে ৫টায় লেবার কোর্টের শ্রম পরিদর্শক পরিচয় দিয়ে ভোজ্য তেল কোম্পানির দোকানের ম্যানেজার মো. হাবিবুল্লাহ মুন্সিকে হুমকি দিয়ে টাকা দাবি করে। ম্যানেজার তাদেরকে পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখাতে বললে তারা পরিচয়পত্র দেখাতে পারেননি, তবে ভিজিটিং কার্ড প্রদর্শন করেন।

ভিজিটিং কার্ড দেখে সন্দেহ হলে ম্যানেজার আশেপাশের লোকজন ডাকেন। এ সময় বিবাদীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে শামিমকে (১ নং বিবাদী) আটক করা হয়। তবে অন্যজন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শামীমকে গ্রেফতার করে।

আরএস/পিআর

আরও পড়ুন