ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এইচএসসির প্রশ্ন ফাঁস : ২ শিক্ষকসহ আটক ৩

প্রকাশিত: ০৪:২৭ এএম, ০৩ আগস্ট ২০১৫

২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাতে রাজধানীর ডেমরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন নাজমুল, হাসান ও কামরুল। তারা সবাই ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত।
 
সোমবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, আসামিরা ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র জালিয়াতি করে থাকে।
      
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সম্প্রতি ডিবি পুলিশ রায়হান চৌধুরী (ড্যান ব্রাউন) নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সুত্র তাদের গ্রেফতার করা হয়েছে।
 
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান মনিরুল ইসলাম।

ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম ও অতিঃ উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহাজাহান এর তত্ত্বাবধানে সাইবার ক্রাইম টীমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল ইসলাম এই অভিযানটি পরিচালনা করেন।
 
এআর/এসআরএস/এসকেডি/এমএস