ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অস্ত্র-গুলিসহ ৪ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১২ জুন ২০১৮

রাজধানীর শাহআলী থানায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও মাইক্রোবাসসহ ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মতিয়ার রহমান (৩৮), ফেরদৌস সরদার (৩৮), ইসমাইল হোসেন (৪৫) ও হাবিবুর রহমান (৪০)। এ সময় একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, একটি ডিবি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাপ, একটি ওয়ারলেস সেট, একটি লাঠি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান জানান, সোমবার রাতে শাহআলীর নবাবের বাগ উত্তরপাড়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার ডাকাত দলের সদস্য। মতিয়ার রহমানের নেতৃত্বে মিরপুর বেড়িবাঁধ এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করত। ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের টার্গেট করে নগদ অর্থসহ সর্বস্ব লুটে নেয়ার পরিকল্পনা ছিল তাদের। আটককৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজ হয়েছে।

জেইউ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন