‘আলাউদ্দিন টেইক আওয়ে’কে ৫ লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা ও বাসি খাবার রাখার অভিযোগে রাজধানীর বংশালের নাজিমউদ্দিন রোডের ‘আলাউদ্দিন টেইক আওয়ে’কে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ডিএমপির ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।
পবিত্র রমজান মাসজুড়ে চলমান ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা ও ডিবি পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নাজিমউদ্দিন রোডের ওই প্রতিষ্ঠানটিতে দেখা যায়, বাসি, পচা খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।
পরে প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ মো. শফিককে (৪৫) আড়াই লাখ এবং ম্যানেজার জুয়েলকে (৪২) আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
জেইউ/বিএ/পিআর