ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আহত পুলিশ সদস্যদের অনুদানের চেক দিলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১০ জুন ২০১৮

আহত পুলিশ সদস্যদের চিকিৎসায় আর্থিক অনুদানের চেক দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রোববার সকাল সাড়ে ১০টায় নিজ দফতরে তিনি এ চেক প্রদান করেন।

ডিএমপির কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৫৫তম সভায় আহত ৭৪ পুলিশ সদস্যকে চিকিৎসা বাবদ ১৯ লাখ ৯৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন ডিএমপি কমিশনার।

এ সময় তিনি বলেন, কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার দায়িত্ব সরকারের। কর্তব্যকালে কেউ আহত হলে ভালো হাসপাতালে তার উন্নত চিকিৎসা করানো হয়। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, ডিএমপি সদস্যরা বিনা চিকিৎসায় যাতে কষ্ট না পায়, অর্থের কারণে চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেদিকে সচেষ্ট রয়েছি। শুধুমাত্র পুলিশ সদস্য নয়, তাদের পরিবারের কেউ আক্রান্ত হলেও তাদের পাশে দাঁড়াই।

ঈমানের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ডিউটি হচ্ছে এবাদত। ঈমানের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। এ সময় ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেইউ/এএইচ/পিআর

আরও পড়ুন