ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে ফিরলেন কঙ্গো সফরকারী সংসদীয় প্রতিনিধি দল

প্রকাশিত: ১২:২০ পিএম, ০২ আগস্ট ২০১৫

দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রতিনিধি দলটি কঙ্গো সফর শেষে দেশে ফিরে এসেছে। রোববার সকালে তারা ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী তথ্য অফিসার এস এম শামীম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরে অবতরণের পর প্রতিনিধি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, এই সফরে কঙ্গোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ে দুই দেশের সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।  পাশাপাশি সফরটির ফলে মিশন এলাকায় নিয়োজিত সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের মনোবলে এর ইতিবাচক প্রভাব পড়বে।
 
তিনি আরো বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি কঙ্গোর সমাজ উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছে। এতে সেদেশের আপামর জনগণের প্রশংসা পাচ্ছে।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রম সরেজমিনে দেখার সুযোগ দেবার জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

এআর/আরএস/এমআরআই