ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ও নতুন বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৬ জুন ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিমানবাহিনীর বিদায়ী প্রধান চিফ এয়ার মার্শাল আবু এসরার এবং নবনিযুক্ত প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধানকে স্বাগত জানান এবং বিদায়ী প্রধানকে তার দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বিমানবাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী যুগের সঙ্গে তাল মেলাতে একটি দক্ষ বিমানবাহিনী গড়তে তার দৃঢ়সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন।

বিদায়ী বিমানবাহিনী প্রধান আবু এসরার তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনী আরও উন্নত-সমৃদ্ধ হবে।

এইচএস/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন