ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পচা-বাসি খাবার বিক্রি : বিএফসিকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৬ জুন ২০১৮

মেয়াদোত্তীর্ণ, বাসি ও পচা খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরে অবস্থিত বিএফসি রেস্টুরেন্টকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল অবধি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিএফসিসহ উত্তরার আরো দুই রেস্টুরেন্টকে মোট আট লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।

তিনি জানান, পবিত্র রমজান মাসজুড়ে চলমান ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ডিএমপির থানা ও ডিবি পুলিশের সহযোগিতায় খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ, বাসি ও পচা খাবার সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করতেও দেখা যায়। এসব অভিযোগে উত্তরার বিএফসিকে ছয় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উত্তরা এক নম্বর সেক্টরের ফায়ার অন আইস রেস্টুরেন্টকে একই অপরাধে দুই লাখ টাকা ও জিনজিয়ান রেস্টুরেন্টকে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রয় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে।

রমজান মাসজুড়ে চলমান ডিএমপির ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেইউ/বিএ

আরও পড়ুন