সড়ক দুর্ঘটনায় সাবেক মন্ত্রী রুহুল হকের বেয়াই নিহত
রাজধানীর পরীবাগে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের বেয়াই আব্দুস সালাম (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে অাটক করেছে পুলিশ। আব্দুস সালাম সাবেক সরকারি কর্মকর্তা।
সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্বজনরা হাসপাতালে ছুটে অাসেন।
নিহতের বন্ধু এমদাদুল হক জানান, তারা দুই বন্ধু মিলে পরীবাগের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাবতলী-সদরঘাট রুটের ৮ নম্বর পরিবহনের একটি বাস আব্দুস সালামকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে গেলে চিকিৎসধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় অভিযুক্ত ঘাতক বাস ও চালককে অাটক করা হয়েছে।
এসএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি