আড়ংয়ের ক্যাফেতে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম
রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা রোডে আড়ংয়ের গ্রাস রুট ক্যাফ থেকে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়াও জব্দ করা হয়েছে ফাঙ্গাস পরা খাবার।
রোববার অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্যাফটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান শেষে তিনি জাগো নিউজকে বলেন, ক্যাফের কয়েকটি পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা নেই। এছাড়াও তারা বিদেশি খাবার সামগ্রী বিক্রি করলেও সেগুলো প্যাকেটের ওপরে সর্বোচ্চ খুচরা মূল্য- এমআরপি উল্লেখ করেনি। এসব অভিযোগে তাদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।
এসআই/এআর/জেএইচ/এমএস