ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও দুই বীরাঙ্গনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০২ জুন ২০১৮

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও দু’জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ দুই বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট জারি করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৫০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হলো ১৯৩ জন।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন- গোপালগঞ্জ সদরের টুঠামান্দ্রার মাছকান্দি গ্রামের গৌরি বল (পিতা রমনী বল) ও ইচ্ছা বসু (পিতা মৃত বাসুদেব বসু)।

এ দুই বীরাঙ্গনা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আরএমএম/বিএ/এমএস

আরও পড়ুন