ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৯ পিএম, ৩১ মে ২০১৮

রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত ফেরত পাঠাতে রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করে কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সেলিম উদ্দিন এমপি এবং বেগম মাহজাবিন খালেদ এমপি বৈঠকে অংশ নেন।

বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা কক্সবাজার পরিদর্শন করায় কক্সবাজার বিমানবন্দরকে আরও আধুনিকায়ন ও সম্প্রসারিত করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এমআরএম/জেআইএম

আরও পড়ুন