ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে ১২ স্বর্ণের বারসহ সৌদিপ্রবাসী আটক

প্রকাশিত: ০১:৫০ পিএম, ০১ আগস্ট ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ স্বর্ণের বারসহ বাংলাদেশ ফেরত এক সৌদিপ্রবাসী শ্রমিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। শনিবার বিকেল ৪টার দিকে শাহজালালের ইমিগ্রেশন এলাকায় স্ক্যানিংয়ের সময় স্বর্ণসহ ধরা পড়েন তিনি।

আটককৃত ওই ব্যক্তির নাম আব্দুল হাকিম (৩২)। তার বাড়ি কিশোরগঞ্জে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মোস্তফা জামাল। তিনি জাগো নিউজকে জানান, সৌদি আরব থেকে শুক্রবার দুপুর ২টায় ‘সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স’ এ শাহজালালে অবতরণ করেন তিনি। পরে তিনি একটি লাগেজ না নিয়ে চলে যান।

তার একটি লাগেজ হারিয়ে গেছে জানিয়ে তিনি শনিবার বিকেলে বাড়ি থেকে আবারো শাহজালাল বিমানবন্দরে আসেন।

বিকেল ৪টার দিকে ইমেগ্রেশন এলাকায় লাগেজ স্ক্যানিংয়ের সময় লাগেজ থেকে ১২টা স্বর্ণের বার উদ্ধারসহ তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওই স্বর্ণের ওজন ১৪শ’ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

মো. মোস্তফা জামাল বলেন, ‘আমাদের ধারণা তিনি রাগেজ হারাননি। স্বর্ণের বার সুযোগ মতো নিতে না পারায় তিনি আজ এসেছিলেন’। আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এআর/একে/এমআরআই