জুলাইয়ে ৫৯ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫৮ কোটি ৬৮ লক্ষ ৫৭ হাজার ৭৮৭ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।
চোরাচালানে জড়িত ১৯ জন আটক ও সীমান্ত পথে ১৫৯ জন মিয়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৬৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাইয়ে আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২লাখ ৫ হাজার ৪ শ’৩ টি ইয়াবা ট্যাবলেট, ৪৭,৭৮৯ বোতল ফেনসিডিল, ৬৬২ কেজি গাঁজা, ২৪,০২৩ বোতল বিদেশি মদ, ১৮০ গ্রাম হেরোইন, ১৫,৬০৫ টি বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ৭,৯৯৬ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১৮,৯৪,৩৯৬ টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট।
এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১২,০১৫ টি শাড়ি, ৪,৭৪৮ টি থ্রি-পিস, ২২,৫৫৪ মিটার থান কাপড়, ৩,১৫৯ টি তৈরি পোশাক, ৮,৬৭৩ টি বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ, ১,৫১০ সিএফটি কাঠ এবং ২টি কষ্টি পাথরের মূর্তি।
গত মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ১টি বন্দুক, ২২ রাউন্ড গুলি এবং ৭টি ম্যাগাজিন।
মুহম্মদ মোহসিন রেজা আরো জানান, গত জুলাই মাসে বিজিবি’র অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে আটক পূর্বক থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্ত পথে ১৫৯ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। একই মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৬৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
জেইউ/এসএইচএস/এমআরআই