ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্মার্টকার্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করবে ইসি

প্রকাশিত: ০৬:২৯ এএম, ০১ আগস্ট ২০১৫

স্মার্টকার্ডের ব্যবহার, প্রযুক্তি এবং কারিগরি দিকসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম বলেন, স্মার্টকার্ড তৈরি ও বিতরণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রোববার প্রধানমন্ত্রীকে স্মার্টকার্ডের বিষয়ে উপস্থাপন করে সার্বিক দিক অবহিত করা হবে। তবে কবে থেকে এটি নাগরিকদের মধ্যে বিতরণ করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। এসময় ইসি সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
 
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, এতদিন ধরে স্মার্টকার্ড প্রস্তুতে কাজ করেছি আমরা। এখন ফাইনাল পর্যায়ে রয়েছি। এখন সব বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করব। নাগরিকদের কাছে শিগগিরই স্মার্টকার্ড দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এইচএস/এএইচ/এমএস