ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বেই সাংস্কৃতিক ঘাটতি পূরণ হয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০০ পিএম, ২৪ মে ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সাংস্কৃতিক ঘাটতি পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে আগামী ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি সভায় আয়োজক পরিষদের প্রধান উপদেষ্টার বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী ‘অতীতের সামরিক-সাম্প্রদায়িক সরকারেরা দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, সংস্কৃতি ও নৈতিকতা মার খেয়েছিলো। শেখ হাসিনার হাত ধরে দেশ আবারো গণতন্ত্র ও বিস্ময়কর উন্নয়নের পথে হাঁটছে, সংস্কৃতি ও নৈতিকতার ঘাটতি পূরণ করছে। আর চলচ্চিত্র হচ্ছে সেই ঘাটতি পূরণের অন্যতম অনন্য হাতিয়ার।’

বিশেষ উপদেষ্টা তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে সভা পরিচালনা করেন তথ্য সচিব আবদুল মালেক। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যতিক্রমী, আধুনিক, রুচিসম্মত ও মানসম্পন্ন আয়োজনই আমরা প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।’

তথ্য সচিব বলেন, ‘সকল উপ-কমিটি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কাজটি সুন্দর করবে।’ প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. আজহারুল হক, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেনসহ তথ্য মন্ত্রণালয় ও এর সংস্থার কর্মকর্তারা সভায় অংশ নেন।

আরএমএম/এমআরএম/পিআর

আরও পড়ুন