ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪৭ কেজি মালামাল পরিবহন করতে পারবেন হাজিরা

প্রকাশিত: ১২:৩১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফিরতি ফ্লাইটে হাজিরা ৩০ কেজির পরিবর্তে ৪৭ কেজি মালামাল পরিবহন করতে পারবেন। হাজিদের মালামাল পরিবহনের সর্বোচ্চ সীমারেখা বাস্তবায়নের জন্য সৌদি আবরের মক্কায় অবস্থানরত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ নির্দেশনা দেন।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স তাৎক্ষনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে হাজিরা সর্বোচ্চ ৩০ কেজি মালামাল পরিবহন করতে পারতেন।

নতুন নির্দেশনার আলোকে প্রতিটি লাগেজে সর্বোচ্চ ২৩ কেজি করে দু’টি লাগেজে মোট ৪০ কেজি এবং হ্যান্ড লাগেজে আরো ৭ কেজি পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবেন।