‘মাদক চক্রের পেছনের হোতাকে গ্রেফতার জরুরি’
মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারি উদ্যোগ প্রশংসনীয় হলেও রাঘব-বোয়ালদের গ্রেফতার না করা নিয়ে সংশয় থেকে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এছাড়া মাদক চক্রের পেছনের হোতাকে গ্রেফতার করা জরুরি।
বুধবার দলটির পলিটব্যুরোর দেয়া বিবৃতিতে এ কথা বলা হয়। মাদক নির্মূল অভিযানকে প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করে পলিটব্যুরো।
বিবৃতিতে বলা হয়, ‘সমাজে মাদক বাণিজ্য ও মাদক সেবন এই সময়ের তরুণ প্রজন্মসহ নারী পুরুষ নির্বিশেষে মাদকাসক্ত হয়ে পড়ছে। যার পেছনে রয়েছে হাজার হাজার কোটি কালো টাকার বিনিয়োগ ও অসৎ বাণিজ্য। যার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে বেড়ে উঠা রাঘব-বোয়ালসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মাদক প্রতিরোধে সরকারি উদ্যোগ প্রশংসনীয় হলেও সংশয় থেকে যাচ্ছে রাঘব-বোয়ালদের গ্রেফতার না করা নিয়ে। মাদকের উৎসমুখ বন্ধ করার পরিকল্পনাটিও স্বচ্ছ নয়। বন্দুক যুদ্ধের নামে নিহত ব্যক্তিরা নিতান্তই ছোটখাট কুরিয়ার ও ব্যবসায়ী এবং চোরাচালানী দলের সদস্য, তাদের চক্রের পেছনের হোতাকে গ্রেফতার এবং বিচার জরুরি।’
পলিটব্যুরো মনে করে, ‘মাদক নিয়ন্ত্রণে র্যাব প্রধানের মাদক সন্ত্রাসীদের শেকড় উৎপাটনের ঘোষণা বাস্তবায়ন করতে হলে অবশ্যই কোন চাপের কাছে নতি স্বীকার না করে মূল মাদক অপরাধী চক্রকে খুঁজে বের করে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
এইউএ/এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ