ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাদকবিরোধী অভিযান : তিন জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৩ এএম, ২১ মে ২০১৮

 

টাঙ্গাইলের ঘাটাইল, রাজশাহীর বেলপুকুর ও ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তিন মাদক বিক্রেতা। টাঙ্গাইলের ঘাটাইলে র‌্যাব-১২ এর সঙ্গে একদল মাদক পাচারকারীর গুলি বিনিময় হয় রাত সাড়ে ১২ টায়। এতে কুখ্যাত মাদক বিক্রেতা আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিহত হন। এ সময় বিপুল পরিমাণ মাদক, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন।

রাজশাহীর বেলপুকুর থানার ছোট জামিরা এলাকায় র‌্যাব-৫ এর সঙ্গে একদল মাদক পাচারকারীর গুলি বিনিময় ঘটে রাত ১২টা মিনিটিরে দিকে। এতে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিহত হয়। এ সময় বিপুল পরিমাণে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জের নরেন্দ্রপুর চেকপোস্ট এলাকায় র‌্যাব সদস্যদের সঙ্গে মাদক চোরাকারবারীদের গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

জেইউ/ওআর/এমআরএম

আরও পড়ুন