ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৫৯ বাংলাদেশি ফিরবে ৫ আগস্ট

প্রকাশিত: ০৬:৫১ এএম, ৩১ জুলাই ২০১৫

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি নাগরিককে ৫ আগস্ট দেশে ফেরত আনা হবে। এ নিয়ে ৪ দফায় ৫০৬ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ বছর মিয়ানমারের জলসীমার সাগরে ভাসমান অবস্থায় ৯৩৫ জনকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী । বাংলাদেশি হিসেবে শনাক্তের পর গত ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় ৩৪৭ জনকে দেশে ফেরত আনা হয়।
 
চতুর্থ দফায় গত ৩০ জুলাই বৃহস্পতিবার আরো ১৫৯ জনকে ফিরিয়ে আনার কথা ছিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৫ আগস্ট বুধবার তাদের ফেরত আনার দিন ধার্য করা হয়েছে।
 
এআর/এসকেডি/এমএস