বাসচাপায় নাজিমের মৃত্যুতে মামলা : চালক পলাতক
বেপরোয়া বাসচাপায় ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন কর্মকর্তা নাজিম উদ্দিনের (৪১) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
নাজিম উদ্দিনের ভায়রা আবদুল আলিম বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। মামলায় দুজনকে আটক করা হলেও মূলহোতা মঞ্জিল বাসের ঘাতক চালক পলাতক রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, তদন্ত চলছে। মামলায় শ্রাবণ সুপার পরিবহনের চালক ওহিদুল ও মঞ্জিল পরিবহনের চালকের সহকারী কামালকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মঞ্জিল বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টায় রাজধানীর মেয়র হানিফ উড়াল সেতুর ওপর শ্রাবণ সুপার ও মঞ্জিল নামের দুটি বাসের রেষারেষির মধ্যে পড়ে নিহত হন নাজিম।
জেইউ/এএইচ/পিআর