মাহাথিরকে যা করতে হয়নি শেখ হাসিনাকে তা করতে হয়েছে
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, অনেকে আলোচনার সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কৃতিত্বের উদাহরণ দেন। তাদের উদ্দেশ্যে আমি বলি, মাহাথিরকে ধ্বংস স্তুপ থেকে শুরু করতে হয়নি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধ্বংস স্তুপ থেকে শুরু করতে হয়েছে। মাহাথিরকে বাবা-মার হত্যার বিচার করতে হয়নি, আমাদের প্রধানমন্ত্রীকে তা করতে হয়েছে।
তিনি বলেন, মাহাথিরকে জঙ্গিবাদ মোকাবেলা করতে হয়নি, শেখ হাসিনাকে তা করতে হয়েছে। মাহাথিরকে যুদ্ধাপরাধীদের বিচার করতে হয়নি, শেখ হাসিনাকে তা করতে হয়েছে। মাহাথিরকে মাদকের বিরুদ্ধে লড়তে হয়নি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা করতে হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএফইউজে সভাপতি মন্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ওমর ফারুক।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য্য, ময়মনসিংহের সভাপতি আতাউল করিম, কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বগুড়ার সভাপতি আমজাদ হোসেন মিন্টু, রাজশাহীর সভাপতি কাজী শাহেদ, নারায়ণগঞ্জের সভাপতি আব্দুস সালাম, যশোরের সভাপতি সাজেদ হোসেন, কক্সবাজারের সভাপতি আবু তাহের, খুলনার সভাপতি জাহিদ হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এফএইচএস/এমআরএম/পিআর