সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা : আটক ৬
রাজধানীর খিলক্ষেত ও গাজীপুর এলাকা থেকে ভুয়া মেজরসহ প্রতারকচক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে র্যাব।
আটককৃতরা হলেন মো সাকিব হাসান (৪৪), মাহবুবুল আলম (৩২), মো. নাসির উদ্দিন (৩৫), রিকু চাকমা (৩২), সুজান চাকমা (৩০) ও জামাল হোসেন(৩২)।
এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর চারটি সিল, একটি স্ট্যাম্প প্যাড, একটি ভুয়া নিয়োগপত্র, ইসলামী ব্যাংকের দুটি জমা বই এবং একটি সিলভার কালারের প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা মোটা অংকের টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর অধিনায়ক (সিইও) লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রতারক চক্রের কয়েক সদস্য ভুয়া মেজর পরিচয়ে সেনাবাহিনীর বেসামরিক পদে চাকরিতে নিয়োগ দেয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাজধানীর খিলক্ষেত থানা এলাকা ও পরবর্তীতে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ছয়জনকে আটক করে।
র্যাব-১ সিও জানান, প্রতারক চক্রের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা তিন লাখ টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
জেইউ/বিএ