ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান
ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করতে তরুণদের আন্তর্জাতিক মানের আইটি প্রশিক্ষণ প্রদান করছে।
মন্ত্রী বলেন, সরকার তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে চায়। এ জন্য তরুণ প্রজন্মের মেধাবীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
মন্ত্রী তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তোমরা মেধাবী। ক্যারিয়ার গড়তে তোমাদের জন্য রয়েছে গুগল, ফেসবুক। অনেক বড় চিন্তা করতে হবে এবং বড় বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা ছাড়া কেউ জীবনে বড় হতে পারে না।
মহান নেতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের স্বৈরশাসন থেকে জনগণকে মুক্ত করার স্বপ্ন দেখেছিলেন এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ২০১৮ সালের মধ্যে সমগ্র দেশ ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে আনতে কর্মসূচি গ্রহণ করেছে।
পলক বলেন, ২৩২ একর জমির ওপর কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মিত হওয়ার পর প্রশিক্ষণ গ্রহণকারী তরুণদের জন্য কর্মসংস্থানের সৃযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, কারো মাথায় কোনো নতুন চিন্তা বা আবিষ্কার হলে তিনি আইসিটি বিভাগে জমা দিতে পারেন এবং আইসিটি সেক্টরে এক হাজার ইনোভেশন প্রকল্প বাস্তবায়নে তাকে অর্থ সহায়তা দেয়া হবে।
এসকেডি/এমআরআই