ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

অবৈধভাবে বিনা অনুমতিতে বন্যপ্রাণী সংরক্ষণ করার অপরাধে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। মঙ্গলবার নারায়ণঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আর ৩ মাসের সাজা প্রদান করেছে আদালত। নূর হোসেন বর্তমানে ভারতের কলকাতায় একটি কারাগারে রয়েছেন।

জানা গেছে, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় আদালতের নির্দেশে গত ১৫ মে পুলিশ নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোক অভিযান চালায়। সেদিন তিনিট খাচার মধ্যে থাকা তিনটি বিদেশী পাখিসহ শতাধিক পাখি জব্দ করা হয়।

পরে ১৮ মে গাজীপুর বন বিভাগের রেঞ্জার অফিসার রেঞ্জার মো. ফজলুল হক বাদি হয়ে পশুপাখি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নূর হোসেনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করলো।