ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের লাইসেন্স বাতিলের সুপারিশ

প্রকাশিত: ০২:০৪ পিএম, ৩০ জুলাই ২০১৫

অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে যেসব ঠিকাদার জড়িত তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য উচ্চ পর্যায়ের ট্রাস্কফোর্স গঠন করারও পরামর্শ দেয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ ও পরামর্শ দেয়া হয়। এ সময় কমিটির পক্ষ থেকে অবৈধ সংযোগ বন্ধ করার বিষয়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রধানমন্ত্রী বরাবর পাঠানোরও নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বিদ্যুৎ উৎপাদন বণ্টন চুক্তির আওতাভুক্ত কোম্পানিগুলোর বর্তমান অবস্থা, দেশীয় গ্যাস উত্তোলন কোম্পানিগুলোর কার্যক্রম, গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে সম্ভাব্য প্রাপ্যতা সম্পর্কে গৃহীত কার্যক্রম এবং বাপেক্সের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কমিটি গভীর ও অগভীর সমুদ্রে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে গ্যাসের সম্ভাব্য প্রাপ্যতা সম্পর্কে গৃহীত কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।

বৈঠকে নতুন সমুদ্রসীমা অর্জনের ফলশ্রুতিতে বাংলাদেশের অফশোর এলাকায় নতুন বিডিং রাউন্ড আহ্বানের লক্ষ্যে বিদ্যমান রিভাইসড মডেল পিএসসির প্রয়োজনীয় সংশোধন করে চূড়ান্ত মডেল পিএসসি ২০১৫ এর দ্রুত বাস্তবায়ন করার পরামর্শ দেয়া হয়।

এছাড়া তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রমের পাশাপাশি সঞ্চালন, বিতরণ, মার্কেটিংসহ সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমে নিজস্ব উদ্যোগে অথবা যৌথ বিনিয়োগের মাধ্যমে বাপেক্সকে নিজস্ব কর্মপরিধির বিস্তার ঘটানোরও পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আ. ফ. ম. বাহাউদ্দিন (নাছিম), এ,বি,এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী অংশ নেন।

এইচএস/এসকেডি/এমআরআই