ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চমৎকার ভোট হয়েছে : ইসি সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৫ মে ২০১৮

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং আমরা সন্তুষ্ট। অনিয়মের কারণে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি ২৮৬টি কেন্দ্রে চমৎকার ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে খুলনা সিটি নির্বাচন পরবর্তী প্রেস বিফ্রিং একথা বলেন তিনি।

তিনি বলেন, সেখানে দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছে। যেগুলোর ফলাফল আধ ঘণ্টার মধ্যে পেয়ে গেছি। বাকিগুলোতে ভোট গণনা চলছে।

বিএনপির অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, একটি দলের অভিযোগ থাকতে পারে। আমরা কর্মকর্তাদের কাছে খোঁজ নিয়েছি। তারা বলেছেন, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। যেখানে সমস্যা হয়েছিল, সেখানে ম্যাজিস্ট্রেট ও আমাদের কর্মকর্তারা গিয়ে সুরাহা করেছেন।

এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, এটি একটি স্থানীয় নির্বাচন। সবার নজর এখন খুলনার দিকে। সুতরাং আমরা বলব, যতটুকু হয়েছে নির্বাচন কমিশন সন্তুষ্ট।

খুলনা সিটিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। এরপর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে গণনা। মূলত ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে।

এইচএস/জেএইচ/এমএস

আরও পড়ুন