ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ থেকে জনশক্তি নেবে জাপান

প্রকাশিত: ১১:২৩ এএম, ৩০ জুলাই ২০১৫

বাংলাদেশের নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বলেছেন, বাংলাদেশ থেকে জনশক্তি নেবে জাপান। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করে এ আশ্বাস দেন তিনি।

বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানি রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এবং পরে দুপুর ১২টায় প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তাদের কাছে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জাপানি রাষ্ট্রদূতের কাছে বিনিয়োগ সহযোগিতা চাইলে মাসাতো ওয়াতানাবে বলেন, যতদিন তিনি এ দেশে দায়িত্ব পালন করবেন ততদিন এ দেশের অটোমোবাইল, তৈরি পোশাকখাত, হিমায়িত খাদ্যসহ বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করবেন।

যেভাবে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করা যায়, তার জন্যও তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন। দুপুরে জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দেখা করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে অনুরোধ করেন, জাপান যেন বাংলাদেশ থেকে যেন জনশক্তি আমদানি করে। জাপানে টেকনিক্যাল ইন্টার্নসহ দক্ষ অদক্ষ কর্মী নেয়ার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে আগামী প্যারা অলিম্পিক উপলক্ষে দেশটিতে অনেক লোকের দরকার হবে। তখন যেন বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করে জাপান। এ জন্যে জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে দৃষ্টি আকর্ষণ করেন।

আরএম/এসএইচএস/এমআরআই