৫টা পর্যন্ত আল্টিমেটাম, সোমবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন
আজ বিকেল ৫টার মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন শিক্ষার্থীরা।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার ৩২ দিনেও কোটা বাতিলের প্রজ্ঞাপন হয়নি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আজ বিক্ষোভ করেছি। আমরা কোটা বাতিল চাই না। আমরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছি। আপনারা চাইলে বিশেষ কারো জন্য কোটা রাখতে পারেন। তবে সেটি হতে হবে আমাদের পাঁচ দফা দাবির ভিত্তিতে। যদি আজ (রোববার) বিকেল ৫টার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না করা হয় তবে সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবে শিক্ষার্থীরা।
এর আগে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু হয়। ঢাবি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাইকোর্ট শাহবাগ হয়ে টিএসসিতে এসে মিছিল শেষ হয়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা নিজেদের কর্মসূচি পালন করেন।
রোববার একই সময়ে চট্টগ্রাম ষোলশহর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুরের লালবাগ ও কারমাইকেল কলেজ, বরিশাল, কুমিল্লা ও টাঙ্গাইলেও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
গত ৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে সব চাকরিতে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রোববার ১৩ মে দুপুর পৌনে ২টা পর্যন্ত এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
এআর/এমএইচ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
- ২ পুলিশের দুর্বলতা ছিল বলেই ঘটনা সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ
- ৩ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকে পুলিশ
- ৪ চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা
- ৫ সংঘর্ষে শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো মোল্লা কলেজ