যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. রিয়াজ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ আরেক নির্মাণ শ্রমিক নুরু মিয়া (৩৫)।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। অাহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যান।
রিয়াজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাবাদপুর গ্রামে। বাবার নাম নূর ইসলাম।
নিহতের সহকর্মী অাব্দুল মান্নান জানান, ধলপুরে নির্মাণাধীন একটি ভবনের চারতলায় কাজ করছিলেন তারা। এ সময় রডের সঙ্গে থাকা বিদ্যুতের তার লেগে নুরু মিয়া ও রিয়াজ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজের মৃত্যু হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অাহত অপর শ্রমিক অাশঙ্কামুক্ত।
এসএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি