ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলশানে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৯ এএম, ১২ মে ২০১৮

রাজধানীর গুলশানএলাকা থেকে শাহেরা বানু (৭০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে গুলশান-২ এর ৬২ নম্বর বাড়ির ৫ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে পুলিশ কিছু খুঁজে পায়নি।

পুলিশ জানিয়েছে মরদেহটি উদ্ধার করে রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত শাহেরা ওই বাসায় ৩৬ বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন। বাসার মালিক বিদেশে থাকেন।

গুলশান থানা পুলিশের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে গুলশান থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠিয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।

এসএইচ/এমএমজেড/এমএস

আরও পড়ুন