ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাবন্দির মৃত্যু

ঢামেক প্রতিবেদক | ঢাকা মেডিকেল | প্রকাশিত: ১০:৪৫ এএম, ১১ মে ২০১৮

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি বিল্লাল হোসেন (৮০) মারা গেছেন। কারাবন্দি নং ৩৬০০। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ মে কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে ভর্তি করা হয়। এরপর গতকাল (১০ মে) তিনি সুস্থ হলে ওই দিন বিকেলে তাকে রিলিজ দেয়া হয়। ছাড়পত্র নিয়ে কাশিমপুর কারাগারে নেয়ার সময় পথে অাবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুনরায় ঢামেকে নিয়ে অাসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএইচ/এমবিআর/এমএস

আরও পড়ুন