রাজধানীতে প্রাইভেট কার চাপায় শিশু নিহত
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের চাপায় সুমাইয়া আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার ফয়জুর রহমান স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে।
অাহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। বাবার নাম সরাজ মিয়া। সে মেরাদিয়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত।
নিহত শিশুর স্বজন জব্বার মিয়া জানান, মেরাদিয়া হাটের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সুমাইয়া। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট সুমাইয়াকে চাপা দেয়। এতে সে গুরুতরভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
খিলগাঁও থানার বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় ঘাতক চালক ও প্রাইভেট কারটি অাটক করা হয়ে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসএইচ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি