ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদাবাজি : যুবককে গণধোলাই

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ৩০ জুলাই ২০১৫

সাভারে যানবাহন থেকে ট্রাফিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের মাশরুম সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ জানায়, ট্রাফিক পুলিশ পরিচয়ে মাশরুম সেন্টারের সামনে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের কাছে চাঁদা আদায় করছিলেন ওই যুবক। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তার পরিচয় জানতে চান তারা। এসময় তিনি তার পরিচয় জানাতে ব্যর্থ হলে স্থানীয়রা তাকে গণধোলাই দেন। পরে তাকে সোপর্দ করা হয় সাভার মডেল থানায়। আটককৃত যুবকের নাম সবুজ (২০)।

এদিকে স্থানীয় একাধিক যানবাহন চালক ওই যুবকের মাধ্যমে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন।  তারা বলেন, ট্রাফিক পুলিশ নিজ হাতে চাঁদার টাকা না নিয়ে ওই যুবকের মাধ্যমে নিয়ে থাকেন। সাভার বাজার বাসস্ট্যান্ডে স্থানীয় ট্রাফিক পুলিশ সহায়তাকারী এমন আরো কয়েকজন যুবক রয়েছেন বলে দাবি করেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক ফরহাদ হোসেন জাগো নিউজকে বলেন, ট্রাফিক পুলিশের নাম করে চাঁদাবাজি করে আসছিলেন ওই যুবক। আসলে তার সঙ্গে ট্রাফিক পুলিশের কোনো সখ্যতা নেই।

আল-মামুন/এমজেড/পিআর