ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সুষ্ঠু নির্বাচনে প্রগতিশীল জোটের ৬ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৬ মে ২০১৮

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৬ দফা দাবি জানিয়েছে প্রগতিশীল জোট নামক একটি সংগঠন।

রোববার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্বাধীনতার এত বছর পরেও একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি গঠিত না হওয়ায় সত্যিই দুঃখজনক। নির্বাচন নিয়ে এত পরীক্ষা-নিরীক্ষার পর সুষ্ঠু নির্বাচন করা যায়নি বরং এটি আরও জটিল আকার ধারণ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং পরস্পরের প্রতি দোষারোপের সংস্কৃতি গড়ে উঠেছে।

তারা বলেন, এমন সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে দেশে স্থায়ী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা। এ নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং সেই নির্বাচনে হবে ক্ষমতা হস্তান্তর একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য অবলম্বন।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনের আগ মুহূর্তে খুন গুম হত্যা বন্ধসহ নির্বাচনের তিন মাস পূর্বে নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রধানের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে, নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে একটি জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার নয় অরাজনৈতিক সরকারও নয় একটি নির্বাচনকালীন সরকার গঠন করাসহ অন্যান্য।

সংবাদ সম্মেলনে প্রগতিশীল জোটের চেয়ারম্যান মো. জাকির হোসেন ছাড়াও প্রগতিশীল জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস/জেএইচ/জেআইএম

আরও পড়ুন