ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আরও ৪ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৫ মে ২০১৮

আরও চারজন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে প্রমাণ না পাওয়ায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশের ভিত্তিতে তাদের সনদ বাতিল করা হয়েছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের সনদ বাতিল করে আদেশ জারি করা হয়েছে। জামুকার ৫৩তম সভায় এ সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে একজন ভুয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন। এরা সবাই যশোরের।

সনদ বাতিল হওয়া ভুয়া মুক্তিযোদ্ধারা হলেন- যশোর চৌগাছার নিয়ামতপুরের মৃত নুর আলীর ছেলে আশাদুল ইসলাম (গেজেট নম্বর-১৮৯৮), যশোর চৌগাছার হায়াতপুরের মৃত আয়ুব আলীর ছেলে মো. অহেদ আলী (গেজেট নম্বর-২৫৯৪) ও যশোর চৌগাছার ধনী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ফজের আলী (গেজেট নম্বর-২৫৯১)।

এ ছাড়া ভুয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যশোর চৌগাছার মৃত আইউব আলী বিশ্বাসের ছেলে মো. লিয়াকত আলীর সনদ (গেজেট নম্বর-৬৮৯) বাতিল করা হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি ছয়জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়।

আরএমএম/এমবিআর/এমএস

আরও পড়ুন