ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অস্থায়ী পশুর হাট না বসানোর অনুরোধ ডিএমপির

প্রকাশিত: ০২:০১ পিএম, ২৯ জুলাই ২০১৫

রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকাগুলোতে অস্থায়ী পশুর হাট না বসানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে কয়েকটি সুপারিশমালাও তুলে ধরেছে ডিএমপি। এই মর্মে সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বরাবর একটি চিঠি ইস্যু করে ডিএমপি।
 
ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এই চিঠি পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
 
চিঠিতে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে রাজধানীর অস্থায়ী পাঁচটি পশুর হাট নির্ধারিত স্থান থেকে অন্যত্র স্থানান্তরের পরামর্শও দেওয়া হয়েছে। হাটগুলো হচ্ছে বনানী রেলস্টেশনের সামনের স্থান, উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদসংলগ্ন মাঠ, উত্তরা আজমপুর প্রাইমারি স্কুল মাঠ, বারিধারা জে ব্লক ও আগারগাঁও বস্তি এলাকার হাট। এগুলোর স্থান পরিবর্তন করে কয়েকটি স্থানে হাট বসানোর সুপারিশও করেছে ডিএমপি।
 
এদের মধ্যে উত্তরার হাট সরানোর কারণ হিসেবে যানজট সৃষ্টি, বারিধারায় কূটনীতিক নিরাপত্তা বিঘ্ন হওয়া, বনানী রেলস্টেশনের সামনে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচলে বাধা ও আগারগাঁও বস্তি এলাকার হাটে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ও সরকারি দফতরর থাকার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, সবার সুবিধার্থে হাটের ভেতর ক্লোজ সার্কিড (সিসি) ক্যামেরা, ওয়াচ টাওয়ার বসানো, বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথ এবং খাবার হোটেলের ব্যবস্থা রাখতে হবে।
 
এআর/এসকেডি/পিআর