ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২০২০ সালের মধ্যে মেট্রোরেলের কাজ শেষ হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

আগামী ২০২০ সালের মধ্য মেট্রোরেলের কাজ শেষ হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল এমআরটি লাইন ৬এর কাজ পুরোদমে চলছে। হলি আর্টিসান ট্রাজেডির জন্য আমরা ছয় মাস পিছিয়েছিলাম। তবে জাপানিজ কোম্পানি ও জাইকার স্পিরিট কিন্তু কমেনি এটা খুশির খবর। ছয় মাসে আমরা সেটা কাভার করে ফেলেছি।

তিনি বলেন, ২০১৯ সালে আঁগারগাও পর্যন্ত এবং ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত পুরো মেট্রোরেলের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।

মন্ত্রী বলেন, প্রজেক্ট কিন্তু শেষ হওয়ার কথা ২০২৪ সালে। জাপান আমাদের কোয়ালিটি কাজ দিচ্ছে। চমৎকার একটা পার্টনারশিপ এখানে কাজ করছে।

এর আগে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণে বাংলাদেশি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লি. এর সাথে টেকেন করপোরেশন ও এবেনিকো জেভির চুক্তি সই হয়।

এইউএ/এনএফ/পিআর

আরও পড়ুন