ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উন্নত চিকিৎসার জন্য ভারতে গেলেন কেয়া

প্রকাশিত: ১০:১২ এএম, ২৯ জুলাই ২০১৫

বেঁচে থাকার স্বপ্ন নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভারতে গেলেন কেয়া। ব্লাড ক্যান্সারে আক্রান্ত কেয়া খাতুনকে বুধবার সকালে ভারতে নিয়ে যান তার পরিবার। সঙ্গে রয়েছেন তার স্বামী পারভেজ খান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতে টাটা মেমোরিয়াল হাসপাতালে কেয়ার চিকিৎসা হবে। কেয়ার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন মানবিক আবেদন জানানোর পর ৩৩ লাখ টাকা সহায়তা পাওয়া গেছে।

জানা গেছে, গত জানুয়ারি মাসের ২৫ তারিখ ভালোবেসে বিয়ে করেন কেয়া। একটু গুছিয়ে নিয়ে ঘটা করে বিয়ের অনুষ্ঠান করার কথা। অনুষ্ঠানে কীভাবে বউ সাজবেন, ভাবছিলেন কেয়া। চলছিল নানা পরিকল্পনা। কিন্তু অনুষ্ঠান হয়নি। শ্বশুরবাড়িও যাওয়া হয়নি। তার আগেই বিয়ের পাঁচ মাস যেতে না যেতেই কেয়াকে যেতে হয়েছে হাসপাতালে।

গত ৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে ভর্তি করা হয় কেয়াকে। চিকিৎসকরা জানান, তার বোনম্যারো ট্রান্সপ্লান্টের জন্য প্রাথমিকভাবে ৩০ থেকে ৪০ লাখ টাক দরকার।

জানা গেছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা কেয়ার চিকিৎসার জন্য সাহায্য চেয়ে পোস্ট দেন।
কেয়ার স্বামী পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ (হিসাববিজ্ঞান) করেছেন। গত নভেম্বরে পড়াশোনা শেষ হয়েছে তার।  অসুস্থ কেয়া রাজবাড়ী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়েছেন।

এসএ/এসকেডি/পিআর