ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি স্বাক্ষর

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ২ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চীনের রাজধানী বেইজিংয়ে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ঋণ চুক্তি স্বাক্ষর হয়।

রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে ইআরডি অতিরিক্ত সচিব মো. জাহিদুল হক এবং চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সুন পিং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর উপলক্ষে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল চীনে অবস্থান করছে।

স্বাক্ষর অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি কর্মকর্তা এবং চীনে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মো. জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

এএইচ/পিআর

আরও পড়ুন