ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একাত্তরে মারতে পারিনি, এবার ফাঁসিতে মৃত্যু চাই : নুরুল আফসার

প্রকাশিত: ০৭:২০ এএম, ২৯ জুলাই ২০১৫

একাত্তরে মারতে পারিনি, এবার ফাঁসিতে মৃত্যু চাই। একাত্তরে সালাউদ্দিন কাদেরকে হত্যা করতে না পারার আত্মগ্লানিতে গত ৪৪ বছর ধরে ভুগছেন মুক্তিযোদ্ধা কাজী নুরুল আফসার। সাকা চৌধুরীর আপিলের রায়েও ফাঁসি বহাল রাখায় প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন বৃদ্ধ এ মুক্তিযোদ্ধা।

কাজী নুরুল আফসার বলেন, সালাউদ্দিন কাদের একজন নরঘাতক। সে একজন পশু। একাত্তরে তাকে মারতে চেয়েছিলাম। পারিনি। এখন ফাঁসিতেই তার মৃত্যু চাই। এক মুহূর্ত বিলম্ব না করে তাকে যেনো ফাঁসি দেয়া হয়। এ মুহূর্তে তার ফাঁসি কার্যকর হওয়া উচিৎ। আবেগঘন কণ্ঠে বলেন নুরুল আফসার।

তদন্ত প্রতিবেদনভুক্ত দশ নম্বর সাক্ষী হিসেবে কাজী নুরুল আফসার আর্ন্তজাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ২০১২ সালের ২৯ আগস্ট। ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে শুধু কাজী নুরুল আফসার এবং এসএম মাহবুব আলমই ব্যতিক্রম।
 
একাত্তরে তৎকালীন মুসলিম লীগ নেতা ও শান্তি কমিটির চেয়ারম্যান ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাহউদ্দিন কাদের চৌধুরীর নির্মমতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখন তাকে মারার সিদ্ধান্ত নেন কাজী নুরুল আফসারের নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা। এক রাতে সালাউদ্দিন কাদেরের গাড়িতে গুলি ও গ্রেনেড ছুঁড়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং গ্রেনেড লাগে সাকা’র পায়ে। প্রাণে বেঁচে যায় সাকা।

এসএস/এমএস