স্ত্রী-সন্তানের পর চলে গেলেন মানিকও
রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ মানিকও (৩০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অাইসিইউতে বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনেটে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। মানিকের মৃত্যুতে একই ঘটনায় দগ্ধ তিনজনই চলে গেলেন না ফেরার দেশে।
মানিকের স্ত্রী মিনা (২২) ও তাদের সাত মাসের শিশু তানিমও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল (২৫ এপ্রিল, বুধবার) দুপুর ২টা ১০ মিনিটে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান মিনা। তার একদিন আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢামেকে মারা যায় শিশুটি তানিম।
মঙ্গলবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর-১১ এর ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় পানির মোটর চালু করার সময় গ্যাস লাইন বিস্ফোরণ ঘটলে তারা দগ্ধ হন। দগ্ধ মানিক ওই বাসার সিকিউরিটির দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চণ্ডিপাশায়।
এসএইচ/আরএস/আরআইপি